আজকাল ওয়েবডেস্ক: বাংলার রাজ্যপাল হিসেবে বর্ষপূর্তি সি ভি আনন্দ বোসের। এক বছরের পূর্তিতে, বার্তায় রাজ্যপাল বললেন, রাজভবন এবং রাজ্য প্রশাসনের মধ্যে সমতা রক্ষা করেই সব পক্ষের কাজ করা উচিৎ । রাজ্যপাল হিসেবে তাঁর এক বছর পূর্তি উপলক্ষে আজ সকালে রাজভবনে এক সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত, তাই রাজ্যের মানুষের চাহিদার দিকে তাঁকে নজর রাখতে হয়। কিন্তু একজন রাজ্যপাল মনোনীত হয়ে আসেন তাই তাঁর দায়বদ্ধতা সংবিধানের প্রতি। এ দুইয়ের মধ্যে বিতর্ক তৈরি হলে জনকল্যাণের কাজে ব্যাঘাত ঘটে। উল্লেখ্য, গত এক বছরে বারে বারে রাজ্য এবং রাজ্যপালের মধ্যেকার সংঘাতের ছবি ফুটে উঠেছে বারেবারে। রাজ্য-রাজনীতিতে সেই সংঘাত নিয়ে চর্চাও হয়েছে জোরকদমে। তবে মঙ্গলবার রাজ্যঅয়াল বললেন, আদতে সংঘাত ততটা নেই। বিগত একবছরের নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি, বলেন কীভাবে দিনে দিনে বাংলা তাঁকে অনুপ্রাণিত করেছে নানাভাবে। মঙ্গলবার তিনি স্পষ্টতই জানান, "আমি বাংলাকে ভালোবাসি। বাংলার মানুষকে অত্যন্ত ভালবাসি।" বাংলাকে নিজের ভূমি ভাবতে শুরু করেছেন বলেও মঙ্গলবার জানান রাজ্যপাল, সঙ্গেই বলেন, তিনি বছরভর বাংলার মানুষের পাশে থাকবেন।